কালের স্বাক্ষী বহনকারী আত্রাই নদীর কোল ঘেষে অবস্থিত ইতিহাস ও ঐতিহ্যের স্বাক্ষী হয়ে স্বগৌরবে বহমান আত্রাই উপজেলার অন্যতম একটি ইউনিয়ন 03 আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদ।
কালপরিক্রমায় ইউনিয়নটি শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, ও খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম : ৩ নং আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদ
খ) আয়তন : ৩.২৫ বর্গ কিলোমিটিার।
গ) লোক সংখ্য : 22৪৯৮ জন। (আদমশুমারী 2011)
ঘ) গ্রামের সংখ্যা : 24 টি
ঙ) মৌজার সংখ্যা : 14 টি
চ) হাট/বাজার সংখ্যা : 03 টি
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম : সিএনজি/ অটোরিক্সা/ভ্যান
জ) শিক্ষার হার : 38% (২০০১ অনুয়ায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয় : 07 টি
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয় : 05 টি
উচ্চ বিদ্যালয় : 02 টি
মাদ্রাসা : 02 টি
কলেজ : 3টি
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান : জনাব শেখ মোঃ মঞ্জুরুল আলম (মঞ্জু)
ঞ) গুরুত্বপূর্ণ ধার্মীয় স্থান : নাই
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান : নাই
ঠ) ইউপি ভবণ স্থাপন কাল : 2006
ড) নবগঠিত পরিষদের বিবরণ :
১. শপথ গ্রহণের তারিখ : চেয়ারম্যান ১৭-০৮-২০১৬ এবং সদস্য ১৮-০৮-২০১৬ ইং।
২. প্রথম সভার তারিখ : ১৯-০৮-২০১৬ ইং।
ঢ) গ্রামসমূহের নাম :
আমরুল কসবা-৬৪০২ জন ( রায়পাড়া, রামচন্দ্রবাটী, পৌনঘইর, বলিয়াপাড়া, রামপুর, )
দাঁড়িয়াগাথী-১২১৭ জন
ঘোষপাড়া-১৭৫৫ জন
বেওলা-১২৬৩ জন
ব্রজপুর-৫৪৩০ জন
পারব্রজপুর-৩৩৮ জন
চৌড়বাড়ী-১৬৭১ জন
দমদমা-৮৫৫ জন
দীঘা-৫১১৬ জন
শুকটিঁগাছা-১৫৮৬ জন
জাতআমরুল-৪০৫৫ জন
কাজীপাড়া-৪৫২ জন
খলিফাপাড়া-৪৪৭ জন
নওদাপাড়া-৭৪১ জন
রামচন্দ্রবাটি-১১৯৪ জন
সিংসাড়া-১৫৯১ জন
কুমঘাট-৬৩৯ জন
ক্যাঁশবপাড়া-১১৪৫ জন
ণ) ইউনিয়ন পরিষদ জনবল
1) নির্বাচিত পরিষদ সদস্য – 13 জন
2) ইউনিয় পরিষদ সচিব – 1 জন
3) হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর 1জন
4) উদ্যোক্তা 2জন
5) ইউনিয়ন গ্রামপুলিশ – 10 জন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস